Salam Salam Hajar Salam (সালাম সালাম হাজার সালাম) Lyrics
সালাম সালাম হাজার সালাম গানটি প্রথম প্রচারিত হয় ১৪ মার্চ, ১৯৭১ সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, আব্দুল জব্বারের গাওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানটি ব্যাপকভাবে সম্প্রচারিত হয়েছিল। ২০০৬ সালে, বিবিসির শ্রোতাদের ভোটে এটি সর্বকালের ২০টি সেরা বাংলা গানের মধ্যে ১২তম স্থানে ছিল।
:🛈 SONG INFO 🛈:
শিরোনামঃ সালাম সালাম হাজার সালাম
শিরোনামঃ Salam Salam Hajar Salam
কথাঃ ফজল-এ-খোদা
সুরঃ আব্দুল জব্বার
সালাম সালাম হাজার সালাম Lyrics🎵𝅘𝅥𝅰
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।