Purbo Digonte Surjo Utheche (পূর্ব দিগন্তে সূর্য উঠেছে) Lyrics
"পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল" হল একটি বিখ্যাত বাংলাদেশী গান, যা ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রচিত হয়েছিল। এই গানটি মুক্তিযুদ্ধের প্রেরণা ও সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হয়। গানটির গীতিকার গোবিন্দ হালদার। এটি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষদের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করেছিল। এই গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখনও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে গাওয়া হয়। এটি শুধু একটি গানই নয়, বরং একটি ঐতিহাসিক দলিল, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।
:🛈 SONG INFO 🛈:
শিরোনামঃ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল
শিরোনামঃ Purbo Digonte Surjo Utheche
কথাঃ গোবিন্দ হালদার
সুরঃ সমর দাস
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে Lyrics 🎵𝅘𝅥𝅰
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।।
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে।।
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া সকাল,
নয়া সকাল, নয়া সকাল।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ।।
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল,
শত্রু জাল, শত্রু জাল।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।