Mora Ekti Fulke Bachabo Bole (মোরা একটি ফুলকে বাঁচাবো বলে) Lyrics

Mora Ekti Fulke Bachabo Bole (মোরা একটি ফুলকে বাঁচাবো বলে) Lyrics

Mora Ekti Fulke Bachabo Bole (মোরা একটি ফুলকে বাঁচাবো বলে) Lyrics

" মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি " একটি দেশাত্মবোধক বাংলা গান। গানটির গীতিকার গোবিন্দ হালদার এবং সুর করেছেন আপেল মাহমুদ। গানটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করার জন্য লেখা হয়েছিল।


:🛈 SONG INFO 🛈:

শিরোনামঃ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
শিরোনামঃ Mora Ekti Fulke Bachabo Bole
কথাঃ গোবিন্দ হালদার
সুরঃ আপেল মাহমুদ


মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি Lyrics🎵𝅘𝅥𝅰

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি

যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি



Previous Post Next Post